ভিডিও

ঝড়ের রাতে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: মে ২৮, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট: মে ২৮, ২০২৪, ১২:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ঝড়ের রাতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক নাতনি চিকিৎসাধীন। গতকাল সোমবার (২৭ মে) রাতে উপজেলার বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বকাউল বাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) ও তার দাদি হামিদুন্নেছা (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ওই পরিবারের ছোট ছেলের স্ত্রী বলেন, বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।  হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে হত্যার ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, এটি ডাকাতির ঘটনা হতে পারে না। হত্যার পেছনে তিনটি কারণ থাকতে পারে। সেসব সূত্র ধরে তদন্ত কাজ চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS