ভিডিও

আধাঘন্টার ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ০৫:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : আধাঘন্টার কালবৈশাখী ঝড়ে নাটোরের সিংড়ায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার বেশিরভাগ এলাকা।

বুধবার (৫ জুন) রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা পর্যন্ত চলে এ ঝড়। এতে উপজেলার চামারি, কলম, ইটালি ইউনিয়নের বেশকিছু গ্রাম, পৌরসভার সোহাগবাড়ি, চকসিংড়া, শোলাকুড়া এলাকার গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইনের। ফলে সকাল পর্যন্ত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, আকস্মিক ২৫-৩০ মিনিটের ঝড়ে সিংড়ার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য সরেজমিনে বের হয়েছি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS