ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এএসআই ধুনট থানার আব্দুল কুদ্দুস

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এএসআই ধুনট থানার আব্দুল কুদ্দুস, ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়ার ধুনট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দস। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

আজ বুধবার (১২জুন) ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাজশাহী ডিআইজির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সামগ্রিক কর্মতৎপরতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করেছে বিভাগীয় পুলিশ।

এর আগে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আব্দুল কুদ্দুসকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়। এএসআই আব্দুল কুদ্দস রাজশাহীর দূর্গাপুর উপজেলার আনদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০০৩ সালের নভেম্বর মাসে চাকরীতে যোগদান করেন। এরপর ধুনট থানায় যোগদান করেছেন ২০২২ সালের প্রথম দিকে।

এ বিষয়ে ধুনট থানার সহকারি উপ-পিরদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, চোলাই মদ, গাঁজা ও ফেন্সিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনিত করা হয়েছে।

আরও পড়ুন

আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। তাই এ গৌরব শুধু আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার