ভিডিও

শেরপুরে নৌকা ডুবে রংপুর মেডিকেল কলেজের ছাত্রসহ ২ জন নিহত

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৬:২৭ বিকাল
আপডেট: জুন ২১, ২০২৪, ০৬:২৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজের (রমেক) ছাত্র।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কন্দুলী এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর মেডিকেল কলেজের ওই ছাত্রের নাম মো. মোশারফ হোসেন মিল্টন (২১)। তিনি দক্ষিণ কন্দুলী গ্রামের সুরহাব মিয়ার ছেলে। মিল্টন রমেকের তৃতীয় বর্ষের ছাত্র। অপরজন হলেন, আমানউল্লাহ। তিনি একই গ্রামের সাদামিয়ার ছেলে। আমানউল্লাহ শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে দুইটি ছোট নৌকা নিয়ে মিল্টনসহ তারা ৮ বন্ধু মিলে সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢালে ঘুরতে যায়। ঢেউয়ের তোরে তাদের একটি নৌকা উল্টে যায়। এ সময় আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গেলে তাদের নৌকাটিও উল্টে যায়। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। প্রায় একঘণ্টা পর উদ্ধার করা হয় মিল্টন ও আমানউল্লাহকে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদেরকে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS