ভিডিও

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট: জুন ২২, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে বসতঘর থেকে বাইরের বাথরুমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর তা পড়ে থাকে। সাজেদা বেগম আজ সকালে বাথরুমের ওপরে দেয়া টিনের ছাউনির টিন সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS