ভিডিও

শাহজাদপুরে সবিতা রাণীকে কুপিয়ে জখম করল ভাসুর গ্রেপ্তার ১

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৫:৪০ বিকাল
আপডেট: জুন ২৯, ২০২৪, ০৫:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সবিতা রাণী সুত্রধরকে তার স্বামীর বাড়ির লোকজন কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ সবিতার ভাসুরকে গ্রেপ্তার করে। অসহায় মেয়েটি স্বামীর বাড়ির লোকজনদের হুমকিতে শ্বশুর ছেড়ে তার বোনের বাসায় রয়েছে।

জানা যায়, উপজেলার রন্জিত সুত্রধরের মেয়ে সবিতা রাণীর সাথে মৃত তারা সুত্রধরৈর ছেলে রুপ সুত্রধরের ১৩ বছর পূর্বে উপজেলার হাট বেলতৈল ইউনিয়নের হাট বেতকান্দি সবিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে বিয়ের কিছুদিন পর থেকে সবিতাকে তার স্বামীর সহযোগিতায় বাড়ি থেকে বের করে দেয়।

আজ শনিবার (২৯ জুন) সকালে কান্নাজড়িত কন্ঠে সবিতা সাংবাদিকদের জানান, আমার বিয়ে হওয়ার পর আমি ৬ মাস ঘর সংসার করতে পারিনি। আমাকে কারণে অকারণে শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে। আমার বাবা থেকেও নেই। মাও দেশের বাইরে। স্বামীও দেখতে পারে না।

আমাকে শ্বশুর বাড়ির লোকজন একা পেয়ে চরম নির্যাতন চালায়। আমার ইতোপূর্বে শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ঈদের আগে আমাকে আমার ভাসুর পরেশ ও তার ছেলে অমৃত সুত্রধর কুপিয়ে জখম করে। আমার একটি চোখে আঘাত করে।

আমার একটি মাত্র ছোট ছেলে রয়েছে। আহত অবস্থায় পোতাজিয়া হাসপাতালে ভর্তি হই। চিকিৎসা শেষে আমি গত ২৫ জুন থানায় ভাসুর ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করি।

থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, অসহায় মেয়েটিকে আমরা সব ধরনের সহযোগিতা করছি। দু’জনের বিরুদ্ধে মামলা হলে আমরা মামলার বাদি সবিতা রানীর ভাসুর পরেশ সুত্রধরকে (৬৫) গ্রেপ্তার করেছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS