ভিডিও

শিবচরের এক্সপ্রেসওয়ে দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০২:৫৬ দুপুর
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০২:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কটি দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার পরে মহাসড়কের ভাঙ্গাগামী লেনে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৮টার দিকে তিনটি ট্রাকের পরস্পরের সাথে সংঘর্ষের ঘটনায় যানবাহন চলাচল বন্ধ ছিল।  

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় পর পর তিনটি ট্রাকের পরস্পরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় ট্রাক। চালকসহ আহত হয় তিনজন। আহতদের পাঁচ্চরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কের একটি লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে। পরে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS