ভিডিও

বন্দির ছবি ফেইসবুকে; এক কারারক্ষী বরখাস্ত 

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৩:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার বন্দি এক আসামির ছবি তোলার দায়ে ইসমাইল হোসেন তুহিন নামে এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা আইন ভঙ্গের দায়ে কারারক্ষী ইসমাইলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

জানা যায়, কুমিল্লায় কলেজছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার প্রধান আসামি ফজলে রাব্বী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগারে তোলা তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। সম্প্রতি ছবিটি রাব্বীর ছোট ভাই এ কে আল আমিন ফেসবুকে পোস্ট করে লেখেন, ভাই সময় আসবে ইনশাল্লাহ। ছবিটি পরে ডিলিট করা হলেও তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন নিকটাত্মীয়রা।

এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে কারা কর্তৃপক্ষের। ঘটনার তদন্তে নামেন কারা ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে ছবিটি জেলারের বাসভবনের ছাদ থেকে তোলা বলে নিশ্চিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। সিসিটিভি ফুটেজেও প্রমান পাওয়া যায়। এ ঘটনায় কারারক্ষী ইসমাইল হোসেন তুহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS