ভিডিও

উখিয়া ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশিত: জুলাই ০৫, ২০২৪, ০৫:০৫ বিকাল
আপডেট: জুলাই ০৫, ২০২৪, ০৫:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এসময় তাদের শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড শটগানের কার্তুজ ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই রোহিঙ্গার শরীর তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শটগানের দুটি কার্তুজ পাওয়া যায়। পরে তাদের আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS