ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার গোহাইলে কাটা পা উদ্ধার

প্রতীকী ছবি,বগুড়ার গোহাইলে কাটা পা উদ্ধার

স্টাফ রিপোর্টার :  বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল-জামাদার পুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।  আজ বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার  দিকে পুলিশ ওই কাটা পা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

শাজাহানপুর  থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোহাইল-জামাদার পুকুর এলাকায় নাটোর মহাসড়কের পাশে কাটা একটি পা পড়েছিল। ওই কাটা  পায়ের পাশে একটি বস্তাও ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে বস্তসহ কাটা পা উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। পা-টি হাঁটুর ওপর থেকে কাটা। পচন ধরে পায়ের মাংস খুলে পড়েছে। শুধু পায়ের হাড় উদ্ধার করা হয়েছে। কাউকে হত্যার পর সেখানে পা-টি ফেলে রাখা হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। তবে তার ধারণা, কেউ রোগে আক্রান্ত হওয়ার পর অপারেশনের মাধ্যমে হাঁটুর ওপর থেকে তার পা কেটে  ফেলা হয়। এরপর খন্ডিত পা বস্তায় করে সেখানে  রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আরও ২৬ আইন কর্মকর্তা নিয়োগ

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর

স্বাক্ষর জাল করে টিআর-কাবিখার ৫২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে ছয় মাসে ২০ জনের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম