ভিডিও

আসামি ধরতে গিয়ে খালে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৩:৩০ দুপুর
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৭:২৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে খালে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলে এ ঘটনা ঘটে। রেজাউল করিমের বাড়ি নওগাঁর পত্নিতলা উপজেলায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় আসামি নাজমুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার সকালে হাটিকুমরুল এলাকা থেকে মূল আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে আসামি নাজমুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মালামাল উদ্ধার করা হয়। এরপর ফিরে যাওয়ার সময় হাটিকুমরুলে পুলিশের গাড়ি থেকে খালে লাফিয়ে পালিয়ে যায় আসামি। সেটা দেখে তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিমও পালিয়ে যাওয়া আসামি নাজমুলকে ধরতে খালে ঝাঁপ দেন। এ সময় আসামি নাজমুল সাঁতারিয়ে পালিয়ে যায়। তবে পুলিশের উপ-পরিদর্শক রেজাউল খালের পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS