ভিডিও

কর্ণফুলী পেপার মিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট: জুলাই ২৭, ২০২৪, ০৯:২১ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবুল কাশেম বাবুল (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কারখানার অভ্যন্তরীণ পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল কাশেম কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।

কর্ণফুলী পেপার মিলস কারখানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, আবুল কাশেম একসময় কেপিএম কারখানায় মাস্টার রোলে মেশিন হাউজে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলস কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আবুল কাশেম নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার বিষয়টি কাপ্তাই থানায় জানায়। পরে তার খোঁজে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ফোন ট্র্যাকিং করে কেপিএম কারখানার অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার মরদেহ পাওয়া যায়।
ওসি আবুল কালাম বলেন, মরদেহটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS