ভিডিও

শিক্ষার্থীদের বিক্ষোভ, রামপুরা-বাড্ডায় যান চলাচল বন্ধ

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০৩:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছেন। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে। এতে মেরুল বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ইস্টওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে অন্তত ৩ হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন এ বিক্ষোভ সমাবেশে।

দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুরের পর শিক্ষার্থীদের এ মিছিল জাতীয় শহিদ মিনারের অভিমুখে যাওয়ার কথা রয়েছে।

এদিকে সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS