ভিডিও

ষোলশহরে গণত্রাণ সংগ্রহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৫ দুপুর
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৫:১৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম নগরের ষোলশহরে গণত্রাণ সংগ্রহের বুথ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

ত্রাণ সামগ্রী সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত ৫ দিন ধরে আমরা ত্রাণ সংগ্রহ করছি। কেউ ত্রাণ সহায়তা দিতে চাইলে ষোলশহরে এসে সহায়তা করতে পারবেন।

আমাদের কয়েকটি টিম এর মধ্যে কাজ শুরু করেছে। গত চারদিনে ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় আমাদের ত্রাণবাহি ৬টি গাড়ি পাঠানো হয়েছে।
তিনি বলেন, কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ অথবা নগদ একাউন্টে সহায়তা পাঠাতে পারেন। সহায়তা পাঠানোর নম্বর: ০১৩০১৬৯০৭১৬।

সোমবার (২৬ আগস্ট) সরেজমিন দেখা যায়, স্টেশনের প্লাটফর্মে বিশাল এলাকা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। পাশাপাশি একটি কক্ষে চলছে ত্রাণ সামগ্রীর প্যাকেট করার কাজ। এছাড়া একপাশে রাখা হয়েছে কাপড় সংগ্রহের বুথ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS