ভিডিও

কোটা সংস্কার আন্দোলন, কারফিউ ও গ্রেপ্তার নিয়ে কথা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ০২:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন সময় দেশের সমসাময়িক ইস্যু এবং ব্যক্তিগত নানা ব্যাপারে খোলামেলা কথা বলে থাকেন তিনি। ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি সমালোচনা ও প্রতিবাদেও মুখর থাকেন নির্মাতা ফারুকী।

সম্প্রতি দেশে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কারফিউ ও গ্রেপ্তার নিয়েও কথা বলেছেন এ পরিচালক। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এরই মধ্যে শনিবার (২৭ জুলাই) সরকারের উদ্দেশে কিছু বার্তা দিলেন ‘মেড ইন বাংলাদেশ’ টেলিফিল্ম খ্যাত এ নির্মাতা।

পরিচালক ফারুকী প্রথমে কয়েকটি ছবি পোস্ট করেন ফেসবুকে। ছবিগুলো গায়ক অর্ণবসহ নাম না জানা শিল্পীদের। আর ছবিগুলোর ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দু’টি ছবি আর সঙ্গের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ।’

‘এ রকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা―মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’

তিনি লিখেছেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি। এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

সবশেষ এ পরিচালক লিখেছেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে-মেয়েদের মোবাইল ফোন চেক করা হচ্ছে রাস্তাঘাটে। রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি, নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায়, জানেন তো?’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS