ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ভারতে নারীর মাথাবিহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার

ভারতে নারীর মাথাবিহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের উত্তর প্রদেশে। রাজ্যের কানপুরের গুজাইনির ন্যাশনাল হাইওয়ে থেকে এক নারীর মাথাবিহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল সকালে ওই লাশ উদ্ধার করা হয় বলে জানায় এনডিটিভি। সন্দেহ করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। এরপর হত্যার পর লাশ হাইওয়েতে ফেলে দেওয়া হয়। পুলিশ এখন পর্যন্ত ওই নারীর পরিচয় বের করতে পারেনি। 

পুলিশ ওই নারীর পরিচয় চিহ্নিত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছে। ওই হাইওয়ের পাশের এক হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লাশ পাওয়ার আগে একই গঠনের এক নারী হেঁটে যাচ্ছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম ওই লাশ দেখতে পাওয়া যায়। যেখানে ওই নারীর লাশ পাওয়া গেছে সেখানো কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে পাওয়া সিসিটিভি ফুটেজে এক নারীকে হেঁটে যেতে দেখা গেছে। 

আরও পড়ুন

মৃত্যুর কারণ জানতে ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এখন পর্যন্ত নারী নিখোঁজের অভিযোগ পায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাস্থল ফরেনসিক টিম পরিদর্শন করেছে এবং দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করেছে। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা