ভিডিও

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দাপুটে শুরু বাংলাদেশের

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট: মে ২৬, ২০২৪, ০৭:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

বঙ্গবন্ধু কাপ কাবাডির হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপুটে জয় দিয়ে চতুর্থ টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ।

 

আরদুজ্জামান, মিজানুরদের নিয়ে গড়া বাংলাদেশ দলের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি কোরিয়া। ৫টি লোনাসহ ম্যাচ জেতে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাট ছাড়ে স্বাগতিকরা।

বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি প্রতিপক্ষের কাছ থেকে তুলে আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর। ম্যাচসেরা বাংলাদেশের রেইডার মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছি। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। আমরা শিরোপা জিততে চাই।’

 

বাংলাদেশের শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নের মতোই। বিশ্বকাপের গেল দুই আসরের সেমিফাইনালিস্ট কোরিয়াকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। খেলা শেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দল জেতায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।'

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। এই ম্যাচেও জয়ের লক্ষ্যে খেলবে স্বাগতিকরা।

মিরপুরে শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জাতীয় খেলা কাবাডিকে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ফেডারেশনের তালিকায় রেখেছেন।

এই খেলায় বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে বলেন,‌ 'জাতীয় খেলা কাবাডি বিশ্বকাপে খেলবে সেটাই আমাদের চাওয়া। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।' ১১ বিদেশি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের প্রশংসা করে মন্ত্রী বলেন, 'একটি-দু'টি নয় ১১ বিদেশি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন সহজ কাজ না। কাবাডি ফেডারেশন ধারাবাহিকভাবে এই কাজটি করছে। এটা সত্যি অসাধারণ।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS