ভিডিও

নাটোরে শিক্ষার্থী হত্যা মামলায় জামিন পেলেন আ’ লীগ নেতা মালেক শেখ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা মামলায় জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ। আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নাটোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ১০হাজার টাকা জামানতে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট নিখোঁজ হয় দশম শ্রেণির ছাত্র ইয়াসিন।

শেখ হাসিনার পলানোর পর ৬ আগস্ট নাটোর শহরের কান্দিভিটা এলাকায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন থেকে ইয়াসিনের ঝলসিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বাবা ফজের আলী বাদি হয়ে তৎকালীন এমপি শফিকুল ইসলাম মিমুল, মালেক শেখসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জামিন পাওয়ার পর এড. মালেক শেখ এসব তথ্য জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS