ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাযোগে ভারতীয় বিড়ি চোরাচালানকালে আটক ২

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ভারত হতে পাতার বিড়ি চোরাচালানকালে বিজিবি’র অভিযানে দুই বাংলাদেশি আটক হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলো- শিবগঞ্জের বাবুপুর চরপাঁকা গ্রামের হারেজ আলীর ছেলে নাদিম আলী (২৩) ও একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে শাওন আলী (২২)।

বিজিবি জানায়, মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে বিজিবির টহলদল গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান চালান। এসময় ২ ব্যক্তিকে একটি নৌকাযোগে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার সংকেত দেয়া হলে তারা পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে টহলদল নৌকাটি হেফাজতে নিয়ে তল্লাশি করে ১ হাজার ৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় বিড়িসহ নৌকায় থাকা দুই যুবককে আটক করা হয়।

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আটক চোরাকারবারিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS