ভিডিও

গাইবান্ধায় গুদামে অগ্নিকান্ড ৩০ লাখ টাকার পাট ভস্মীভূত

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদরের কামারজানি বন্দরে পাটের গুদামে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার পাট ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে আলহাজ জহুরুল হকের পাটের গুদামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত পাটের গুদামের মালিক জহুরুল হকের ছেলে মিঠু হাজী জানান, গুদামে ১১শ’ মণ পাট মজুদ ছিল। বেশিরভাগ পাটই পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা জানান, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কামারজানিতে পাটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিতে তারা অনুসন্ধান করছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS