ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

তালাবদ্ধ ছাত্রসংসদ, মিটিংয়ে বসার জায়গা নেই নিবন্ধিত সংগঠনগুলোর

জবি প্রতিনিধি: উনিশ বছর পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সুনাম ছড়াচ্ছে নানা ক্ষেত্রে। নানামুখী সংকটেও পিছিয়ে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু পরিবেশে জবির ছাত্র সংসদ গঠন আজো হয়ে উঠে নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য বরাদ্দকৃত অবকাশ ভবনের দ্বিতীয় তলায় যে বর কক্ষটি রয়েছে তা বহুদিন ধরে ব্যবহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। যেখানে সকলের প্রবেশাধিকার ছিলো না। প্রশাসন কর্তৃক সে কক্ষটি বহু সময়ে সিলগালা করে বন্ধ করা হলেও সময়ের পালাক্রমে তালা ভেঙে তা পুন:দখল হয়।

৫ই আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট বেলা ১১ টা নাগাদ শিক্ষার্থীরা কক্ষটির তালা ভেঙে উন্মুক্ত করে এবং কতিপয় শিক্ষার্থী সেখানে অবস্থান করে। পরবর্তীতে অন্দরকোন্দলের ঘটনা পরিলক্ষিত হয় এবং একাধিক গ্রুপ বিভক্ত হয়ে একাধিক তালা দিয়ে তা বন্ধ করে রাখা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত অনেকগুলে সংগঠন রয়েছে যাদেরকে বরাদ্দ দেওয়ার মতো পর্যাপ্ত কক্ষ অবকাশ ভবনে নাই। তাদের সাধারণ সভা বা বসার মতো স্থানের অভাবে ক্যাম্পাসে সুষ্ঠু মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হল বলেন,"তালাবন্ধের বিষয়টিতে আমি অবগত নই। তবে কে বা কারা এটি তালাবদ্ধ করে রেখেছে, আমি সে বিষয়টি জানার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের বসার ব্যবস্থা ওখানে করা যাবে কিনা এটা ছাত্রকল্যান উপদেষ্টা বলতে পারবেন।''

আরও পড়ুন

ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব কে. এ. এম. রিফাত হাসান বলেন, " প্রশাসনিক ভাবে তালাবদ্ধের বিষয়টি আমার জানা নাই। কক্ষটি যদি ব্যবহার করতে হয় তবে উপাচার্য অনুমতিক্রমে সংগঠনগুলোর আবেদন সাপেক্ষে তা করা যেতে পারে। উপাচার্য যদি ছাত্রকল্যাণ বা প্রক্টর অফিসে দায়িত্ব দেন তাহলে শিক্ষার্থীদের আবেদন সাপেক্ষে সময় অনুযায়ী যাদের প্রয়োজন তারা কক্ষটি ব্যবহার করতে পারবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি