গাংনীতে সড়কে গভীর রাতে বাস ও ট্রাকে ডাকাতি; আহত ২
নিউজ ডেস্ক: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা পরিবহন ও বেশ কয়েকটি ট্রাক আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামে দুজন জখম হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুনমেহেরপুর অতিরিক্ত পুলিশি সুপার (সার্কেল) আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা পরিবহন ও বেশ কয়েকটি ট্রাক আটকে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হন। একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন