ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

পঞ্চগড়ে আসল কনস্টেবলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

পঞ্চগড়ে আসল কনস্টেবলসহ ভুয়া পুলিশ সদস্য আটক। প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের থানায় হস্তান্তর করা হয়। গত শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি জানান, আটককৃত আসল পুলিশ সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার সাথে আটক শরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। আটক হওয়া কনস্টেবল মিজানুর রহমান (২৬) দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সময় তিনি নিজেকে পুলিশের এস.আই পরিচয় দেন। তার সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩০) নামে আরেকজন নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল দাবি করেন। শরিফুলের বাড়ি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকায়।

আরও পড়ুন

পঞ্চগড় সদর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, গত শনিবার রাতে বলেয়াপাড়া গ্রামে তিনজন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছিল। এ সময় মিজানুর ও শরিফুল এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কিশোরদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলে এবং এক লাখ টাকা দাবি করে। একপর্যায়ে এক কিশোরকে হাতকড়া পরিয়ে নেয় তারা।

কিশোরের চিৎকারে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বোর্ডে এসএসসিতে সেরা অনামিকা

খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার

জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী বি সরোজা দেবী আর নেই

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা জয়েন উদ্দিন গ্রেফতার

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের সেবায় বদ্ধপরিকর

এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের   মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন