ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ায় রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ার রড ব্যবসায়ী রানা মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি টিম গতকাল রোববার রাতে শাজাহানপুরের বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ইনসান শহরের জয়পুরপাড়া পশ্চিমপাড়া এলাকার ফিরোজের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে শহরের জয়পুরপাড়ায় রিকশা ভাড়া মেটানো নিয়ে চালকের সাথে তর্কে জড়ান রানা মিয়া। এসময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক রানা মিয়ার পক্ষে নিয়ে ওই রিকশা চালককে মারধর করে। পরে ওই রিকশাচালক তার স্বজনদের নিয়ে ওই বখাটে যুবকদের পাল্টা মারধর করে। পরে বখাটেরা রানা মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

কিন্তু রানা মিয়া সেই চাঁদা দিতে অস্বীকার করলে বখাটেরা ক্ষুব্ধ হয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে রানা মিয়ার পথরোধ করে তাকে ও তার স্ত্রীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় রানা মিয়ার স্ত্রী বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি ইনসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইনসানকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস 

ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে : ড. আলী রীয়াজ

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৮ হাজার হজযাত্রী

ব্রাজিলের দায়িত্ব নিতে রিয়ালের সঙ্গে সমঝোতা আনচেলত্তির

ড. ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের সভা