ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : নাটোরে মারধরে আহত সাইদুর রহমান (৪৫) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইদুর সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় কৃষক লীগ নেতা নিহত সাইদুরের ভাই শহিদুল ইসলাম নান্নু জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাইদুল ইসলামসহ তারা তিন ভাই আত্মগোপনে ছিলেন। এরপর গত ৩০ অক্টোবর দুপুরে একটি বাড়ি থেকে সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। পরে গুরুতর অবস্থায় সাইদুরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে জেলা বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত না।’

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত