সিরাজগঞ্জে অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন আনসার সদস্যরা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আসান প্রামাণিক (৭০) নামের এক অসহায় বার্গাচাষি কৃষকের প্রায় দুই বিঘা জমির ধান স্বেচ্ছায় কেটে ঘিরে তুলে দিয়েছেন আনসার সদস্যরা। এই কৃষকের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। গত বুধবার দিনভর আনসার সদস্যরা ওই ধান কেটে দেন।
জানা যায়, কৃষক আসান প্রামাণিকের জমির ধান পেকে যায়। কিন্তু টাকা এবং শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। এতে তিনি বিপাকে পড়ে যান। বিষয়টি জানার পর আনসার প্লাটুর কমান্ডার সবুজ মিয়াসহ অন্য সদস্যরা মিলে স্বেচ্ছায় ধান কেটে দেবার আগ্রহ প্রকাশ করেন। গত বুধবার দিনভর আনসার সদস্যরা কামারখন্দের রসুলপুর মাঠ থেকে কৃষকের ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন।
কামারখন্দের রায়দৌলতপুর ইউনিয়নের সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সবুজ মিয়া বলেন, একদিকে শ্রমিক সংকট এবং একজন শ্রমিকের মূল্য ৫শ’ টাকার সাথে একবেলা খাওয়া দিতে হয়। তারপরেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অসহায় কৃষক আসান প্রামাণিক অন্যের জমি নিয়ে চাষাবাদ করেন। শ্রমিকের যে মজুরি তাতে আসান প্রামাণিকের জন্য খুবই কষ্টকর।
আরও পড়ুনবিষয়টি শোনার পরে আমিসহ ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্য কৃষক আসান প্রামাণিকের ধান কেটে দিয়েছি। সিরাজগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, আনসার ভিডিপি সর্বদাই দেশের ও দেশের প্রান্তিক জনগণের জন্য কাজ করে। তাদের প্রশংসনীয় কাজে আমরা গর্বিত।
মন্তব্য করুন