ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গাজায় গণহত্যার স্বীকৃতি ও ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করল আয়ারল্যান্ড

গাজায় গণহত্যার স্বীকৃতি ও ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করল আয়ারল্যান্ড, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের আইনপ্রণেতারা সংসদে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে একটি প্রস্তাব পাস করেছে। এছাড়াও ইউরোপের দেশটি প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। গত ৫ নভেম্বর একজন রাষ্ট্রদূত নিয়োগ দেয় দেশটি। এর দুইদিন পর আয়ারল্যান্ডের আইন প্রণেতারা সংসদে একটি প্রস্তাব পাস করেন, যেখানে স্বীকার করা হয়-ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।

সেই সঙ্গে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলায় নিজেদের সম্পৃক্ত করবে। আইরিশ আইনপ্রণেতারা দাবি করেছেন, তাদের সরকার অবিলম্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে সমস্ত লেনদেন স্থগিত করবে।

এছাড়া তেল আবিবে অস্ত্র বহনকারী বিমানের জন্য আকাশসীমা এবং আয়ারল্যান্ডের বিমানবন্দর ব্যবহারও নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এর আগে আয়ারল্যান্ড জানিয়েছিল, তারা গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।

আরও পড়ুন

এরপর সেপ্টেম্বর মাসেই আয়ারল্যান্ড ও ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আয়ারল্যান্ডের এসব পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর বাইরে। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্মম হামলার সবচেয়ে স্পষ্টবাদী সমালোচকদের মধ্যে অন্যতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার

বগুড়ার সারিয়াকান্দির দুটি পয়েন্টে যমুনা নদীর তীব্র ভাঙন, প্রতিরোধে পাউবো’র কাজ শুরু

শরফুদ্দৌলার সঙ্গে গিলের তর্ক : বল পরিবর্তন নিয়ে রুটের নয়া প্রস্তাব

নয়া মিশনে সুনেরাহ

শাকিব খানের দুই জনপ্রিয় গানে পারফর্ম করলেন জেবিন

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা