লালমনিরহাটে পলিথিন কারখানায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও এক মেট্রিক টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে দুরারকুটি কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানা মালিক আজাদ হোসেনের ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুননির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, নিষিদ্ধ পলিথিন কারখানা মালিক আজাদ হোসেনের জরিমানা করে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা প্রায় এক মেট্রিকটন পণ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন