ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্ব , প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

জামালপুরের মেলান্দহের চরগোবিন্দী এলাকায় ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আনিছ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান উপজেলার চরগোবিন্দি এলাকায় মৃত আজিজুল রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরগোবিন্দি এলাকায় প্রতিপক্ষ মাহবুব আকন্দের সঙ্গে আনিছুর রহমান দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে আনিছুর রহমানের ধানের ক্ষেতে প্রতিপক্ষ মাহবুব আকন্দের ছাগল ধান খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ মাহবুব আকন্দের বাড়ির সামনে দিয়ে নিহতের ছেলে আরাফাত যাওয়ার সময় তাকে ধরে মারধর করে।
পরে আনিছুর মারধরের খবর পেয়ে সেখানে গেলে তাকে মারধর করেন। এক পর্যায়ে মাটিতে পড়ে যান আনিছুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনিছুরের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম