সিরাজগঞ্জে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১২ এর অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি সুজন বাবু (২৮) দিনাজপুর সদর থানার খুদিহার (খানপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
র্যাব-১২ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিনব কায়দায় বাজারের ব্যাগে মাদক পরিবহণকালে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাব-১২ এর মো: উসমান গণি সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার র্যাব-১২, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন