বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে বসত বাড়িতে হামলা, ৪ নারীসহ আহত ৭ : থানায় মামলা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ৫ বিঘা জমি নিয়ে বিরোধের ঘটনায় বাড়ি ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ নারীসহ ৭ জন আহত হয়েছে।
থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা গ্রামের আব্দুর রশিদ, তাজেল ও মুকুলের সাথে একই গ্রামের শফিকুল সরকার, রুবেল মিয়া, রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শফিকুল সরকার ২০ থেকে ২৫ জন লোক নিয়ে আব্দুর রশিদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।
এসময় তাদের বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট করতে থাকে। মারপিটে আব্দুর রাজ্জাক (৪৬), সুজন মিয়া (৩২), সফিউল ইসলাম (৩২), গৃহবধূ রশিদা, কপিতন বেগম, বিউটি বেগম ও জাকিয়া বেগম আহত হয়।
আরও পড়ুনআহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন