শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন শিশু। আহত হয়েছেন চারজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাইসকা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান এবং ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আব্দুল হাদি।
নিহতেরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০) ও সিএনজি অটোরিকশার চালক আলাল উদ্দিন (৪০)।
আরও পড়ুননকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, আজ সকাল ১১টার দিকে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যান শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আশপাশের লোকজন এসে অন্য আহতদের প্রথমে নকলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে দুই জন মারা গেছেন।
তিনি আরো জানান, শেরপুরে তিন জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত অবস্থায় আছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।’
মন্তব্য করুন