ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) ভোরে ইউনিয়নের খায়েরচর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২)।

স্বজনেরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় বাস চালক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনেরা দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীর ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ৬ ভাই। সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক। মঙ্গলবার দিবাগত রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই খবর শুনে নোয়া ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করে মারা যান।’

 

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। সকালে ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, জাহাঙ্গীরের মৃত্যুর খবর শুনে তার ছোট ভাইও মারা গেছেন।’

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. কাইয়ুম স্ট্রোক করে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির ছাত্রী হলে আগুন, আহত ২

ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান কারাগারে 

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে করণীয়-বর্জনীয়

‘চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনা করলো ‘আমরা বিএনপি পরিবার’

লৌহজংয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; আহত ৬