ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

একই মাদ্রাসার ছাত্রের হাতে অপর ছাত্রকে হত্যার অভিযোগ

একই মাদ্রাসার ছাত্রের হাতে অপর ছাত্রকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক:  ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফ উয়ান ইসলাম (৬) নামে এক মাদারাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাফ উয়ান ইসলাম ওই গ্রামের জামমিম হোসেন সবুজের ছেলে। স্থানীয় ফাতেমা মিজান হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল সে।

এ ঘটনায় ওই মাদরাসার হেফজ বিভাগের অপর ছাত্র সোহান মাহমুদকে (১৬) আটক করা হয়। সোহান শিকারপুর মধ্যপাড়ার মৃত ইসলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সোহান বাড়ি থেকে শিশু সাফ উয়ানকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গ্রামের গুরোরভিটা পুকুরে সাফ উয়ানের দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) শরিফুল ইসলাম শরিফ জানান, তদন্তে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেছে বিভিন্ন স্থানে সাইকেলে ঘুরিয়ে ঘুরিয়ে সন্ধ্যায় ধাক্কা দিয়ে সাফ উয়ানকে পুকুরে ফেলে দেয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন সুলতানা জানান, সাফ উয়ানকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক