সিরাজগঞ্জে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুটি ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের মানুষকে। এলাকার কৃষকরা কৃষি পণ্য পরিবহণে ব্যহত হওয়ায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ৫৩ বছর ধরে এমন দুর্ভোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের ইছামতি নদীর সড়াইচন্ডি ঘাটে।
জানা যায়, সদর উপজেলার শিয়ালকোল ও বহুলী ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ইছামতী নদী। জনসাধারণের নদী পারাপারের পয়েন্ট একমাত্র সরাইচন্ডি ঘাট। ঘাটটিতে ব্রিজ না থাকায় দুটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীতে পানি কম থাকলে গ্রামবাসী সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়।
অনেক সময় সাঁকো পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। আর বর্ষায় সাঁকো তলিয়ে যাওয়ায় পারাপার হতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় ভুক্তভোগীরা জানান, নদীর দুইপাড়ে স্কুল, কলেজ, হাট-বাজার থাকায় ৩০ গ্রামের মানুষসহ শিক্ষার্থীদের আসা যাওয়া করতে হয়। এখানে ব্রিজ না থাকায় কৃষকরা কৃষিপণ্য বাজারজাতসহ সার বীজ আনতে পারছে না।
আরও পড়ুনছাত্র-ছাত্রীরা স্কুলে কলেজে যেতে না পাড়ায় অকালে শিক্ষা থেকে ঝড়ে পড়ছে। গর্ভবতীসহ মুমূর্ষু রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় অনেকে মারা যাচ্ছে। এলাকার মানুষের এ দুর্ভোগ লাঘবে কার্যকর কোন উদ্যোগ নেওয়া হয়নি আজও। এ অবস্থায় ৩০ গ্রামের মানুষের জনদুর্ভোগ কমানোসহ কৃষিপণ্য বাজারজাত করতে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর।
সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, তিনি যোগদানের পর লোকমুখে ব্রিজের ডিজাইন হয়েছে শুনলেও বিষয়টি সত্য নয়। মূলত ব্রিজ নিয়ে কোনো প্রস্তাবনাও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দেওয়া হয়নি। তবে জনস্বার্থে ব্রিজটি নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে।
মন্তব্য করুন