ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে মিস্ত্রি নিহত

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে মিস্ত্রি নিহত

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (২৪) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
 
আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে শহরের হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাব্বির হোসেন হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
 
স্থানীয়রা জানান, শহরের হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিল সাব্বির হোসেন নামের এক মিস্ত্রি। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লা-আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে অব্যবহৃত সরকারি পাঠ্যবই বিক্রি : গ্রেফতার ২

সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে

কান চলচ্চিত্র উৎসব শুরু, গাজা ইস্যুতে নীরবতা নিয়ে বিতর্ক

বগুড়ায় দীর্ঘ ৪০ বছরেও ভূমি জরিপ কাজ সম্পন্ন না হওয়ায় ভূমি মালিকদের দুর্ভোগ চরমে

পোশাক রপ্তানির প্রবৃদ্ধি

ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে ছাত্রদল