ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বগুড়ার কাহালু’র দামাই গ্রাম থেকে ধান মাড়াই মেশিন চুরি

বগুড়ার কাহালু’র দামাই গ্রাম থেকে ধান মাড়াই মেশিন চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দামাই শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩৫) নামের এক ব্যক্তির ধান মাড়াই মেশিন চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে। শাহিন ওই গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে।

জানা গেছে দরিদ্র শাহিন পাওয়ার টিলার,শ্যলো মেশিনের মেকানিক্স পেশার পাশাপাশি সম্প্রতি ঋণ নিয়ে আড়াই লাখ টাকা দিয়ে একটি ধান মাড়াই মেশিন কিনে মানুষের ধান মাড়াই করে দিত। গত শনিবার রাতে সে তার বাড়ির পাশে রফিকুলের বাড়ির সামনে মেশিনটি রেখে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চোর রফিকুলের বাড়িসহ সেখানে আরও তিন বাড়ির প্রধান ফটকের দরজার তালা লাগানোর স্থানটি দড়ি দিয়ে বেঁধে ধান মাড়াই মেশিনটি চালু করে নিয়ে যায়। এদিকে মেশিন চালুর শব্দ পেয়ে রফিকুলসহ পাশের বাড়ির লোকজন বাইরে বের হতে গেলে প্রধান দরজা খুলতে ব্যর্থ হয়।

আরও পড়ুন

মেশিনটি চুরি যাওয়ায় দরিদ্র শাহিন একেবারে দিশেহারা হয়ে পড়েছে। মেশিন চুরির ঘটনায় গতকাল রোববার রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীনের সাথে কথা বলা হলে এ ধরনের চুরির সংবাদ তিনি পাননি বা এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার