ভিডিও শুক্রবার, ৩০ মে ২০২৫

কোমর থেকে ৬ কোটির স্বর্ণের বার উদ্ধার; আটক ২

কোমর থেকে ৬ কোটির স্বর্ণের বার উদ্ধার; আটক ২

নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ৪৬টি সোনার বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা সীমান্তের দিকে গমন করবে এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানক্ষেতে অবস্থান নেয়। সেসময় দুই চোরাকারবারী হেঁটে সীমান্তের দিকে এলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে।

আরও পড়ুন

পরে আটকদের দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৪৬টি সোনার বার উদ্ধার করে। ওই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোল রুম খুলেছে ডিএনসিসি

বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফে’র চাল

কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে তিন কজি ৩শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১