ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

মেঘনা সেতুর উপর কাভার্ডভ্যান উল্টে মহাসড়কে যানজট

মেঘনা সেতুর উপর কাভার্ডভ্যান উল্টে মহাসড়কে যানজট

নিউজ ডেস্ক:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর উপর কাভার্ডভ্যান উল্টে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি। যানজটের কারণে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন এই মহাসড়কের  যানবাহনের চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২ টার পর থেকে যানজট কমে আসে। তবে ধীরগতিতে চলছে সব যানবাহন। 

জানা যায়, সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপরে ঢাকামুখী সড়কে একটি কাভার্ডভ্যান উল্টে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি করে।

কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চালক সাইফুল ইসলাম বলেন, ‘তিনি সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। সাড়ে ৩ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে তার।’ 

আরও পড়ুন

যাত্রীরা এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানান এই চালক।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কাভার্ডভ্যান থেকে মালামাল সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে খুবই ধীরগতিতে চলছে সকল গাড়ি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক