কিশোরগঞ্জে হামলা মামলায় আ. লীগ নেতা আনোয়ার কামাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হুকুমের আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. আনোয়ার কামালকে (৬৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আনোয়ার কামাল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত।
আরও পড়ুনকিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষযটি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলায় হুকুমের আসামি হিসেবে মো. আনোয়ার কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন