ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

লঘুচাপ নিম্নচাপে পরিণত, বৃহস্পতিবার থেকে বৃষ্টির আভাস

লঘুচাপ নিম্নচাপে পরিণত, বৃহস্পতিবার থেকে বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘূণিভূত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে প্রবাহিত হবে। তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে দেশের প্রায় সবখানেই বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চলবে রোববার পর্যন্ত। এরপর তাপমাত্রা কমতে থাকবে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। এ নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আরও পড়ুন

এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের উত্তরের জেলা দিনাজপুরে ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বেড়েছে হিমেল হাওয়া, ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’