ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির

জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির।ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: দেশ ছাড়ার পরিকল্পনা করছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল; আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। তিনি বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।’

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।’ 
দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।’ 

আরও পড়ুন

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। তার কথায়, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে

বিমানবন্দরে আ ট ক নুসরাত ফারিয়া, আনা হচ্ছে ডিবি কার্যালয়ে | Nusraat Faria | Daily Karatoa

বিমানবন্দরে আ ট ক নুসরাত ফারিয়া, আনা হচ্ছে ডিবি কার্যালয়ে | Nusraat Faria | Daily Karatoa

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড মুস্তাফিজের