ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশাযাত্রী নিহত

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশাযাত্রী নিহত

লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী আলমগীর হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। এ সময় আরও দু’জন আহত হন।

আজ রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন জেলার রামগতি উপজেলার চর আফজাল গ্রামের মৃত সেকান্তর আলী পন্ডিতের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

আহতরা হলেন - রামগতি উপজেলার চর সেকান্দর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হাসান মাহমুদ ও সিএনজি অটোরিকশা চালক ফেরদৌস। 

আরও পড়ুন

স্থানীয় লোকজন ও আহতদের স্বজনরা জানান, রোববার সকালে রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুরের উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি সিএনজিচালিত অটোরিকশা। সেটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জের খেজুর গাছ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আলমগীর। এছাড়া আহত হয় কলেজ শিক্ষার্থী হাসান মাহমুদ ও সিএনজি চালক ফেরদৌস। তখন দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

নিহত আলমগীরের ভগ্নিপতি মো. জামাল হোসেন বলেন, লক্ষ্মীপুর আদালতে থাকা একটি মামলায় আলমগীরের হাজিরা ছিল। তিনি হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে সিএনজিযোগে লক্ষ্মীপুর শহরের দিকে রওনা হন। পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী