ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের জেল-জরিমানা, ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চারজনকে জেল-জরিমানার রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এই রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে পলাশ সরদার (২৮) এই উপজেলার হাট তিলকপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিবলু (৩০), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদাম গ্রামের বাবুর স্ত্রী অহেদা বেগম (৫০) ও বাগবাড়ি গ্রামের শহিদুল মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম হোসেন জানান, গত সোমবার অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের সময় নারীসহ চারজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

এ সময় ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অহেদা বেগম, পলাশ সরদার ও বিপ্লব হোসেনকে ৬ মাসের করে বিনাশ্রম কারদন্ড ও ৫০ টাকা জরিমানা এবং শিবলুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার