টাইগ্রেসদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সিলেটে আয়ারল্যান্ড ও বাংলাদেশ নারী দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম টি-২০ তে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর ২০ ওভারেও ফেবারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), শোভনা মোস্তারি, তাজ নেহার, রিতু মনি, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদস।
আরও পড়ুনআয়ারল্যান্ড একাদশ : গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, উনা রেমন্ড-হোই, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার
মন্তব্য করুন