চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইটভাটা শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক আব্দুর রাহিমের (২৮) মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের আইনাল হকের ছেলে। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইটভাটায় কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাহিম। পথে গোমস্তাপুরের চৌডালা থেকে শিবগঞ্জের আড়গাড়াহাটগামী আঞ্চলিক সড়কে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর নামক স্থানে ফাঁকা সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
আরও পড়ুনএসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়াজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন