ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাই পণ্য জব্দ এবং ভারতীয় বিয়ারসহ দুজনকে আটক করেছে বর্ডার  গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (৮ ডিসেম্বর) ভোরে ও শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এসব পণ্য জব্দ ও দুজনকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি ও ডিবির হাওর বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, স্ক্রিন শাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। 

এ ছাড়া গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপির বাদেশ্বর এলাকা থেকে ভারতীয় বিয়ারসহ দুজনকে আটক করা হয়।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন- বিছানাকান্দি গ্রামের মো. আবুল হোসেন (২৭) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনছুর চৌধুরী (২৩)।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

তিনি জানান, জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এসব চোরাই পণ্য ও আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার