বালুর বস্তা নিয়ে বাড়ি ফেরা হলো না সেলিমের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশ কিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপে পড়ে গভীর গর্তে ঢুকে যায়।
এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খনন যন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘণ্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গতকাল রোববার সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুননিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন