ভিডিও সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতের কাছে বাংলাদেশের বড় পরাজয়

ভারতের কাছে বাংলাদেশের বড় পরাজয়, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। বড় হার দিয়েই টাইগ্রেস যুবারা এই রাউন্ড শুরু করল। অনূর্ধ্ব-১৯ ভারতীয় মেয়েদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ। বিপরীতে, এশিয়ান জায়ান্টরা মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পেয়েছে।কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রসাদের ভারত। আগে ব্যাটিং করা বাংলাদেশ উদ্বোধনী জুটি বাদে বলার মতো আর যুগলবন্দী পারফরম্যান্স উপহার দিতে পারেনি। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়া দল ৮০ রানের পুঁজি নিয়ে বড় হারই দেখল।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরপরই ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া (১০)। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা হলেও মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। যুব টাইগ্রেসদের এই চার ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।অন্যদিকে, ভারতের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।

৮১ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে দুই উইকেট হারালেও, শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোনো উল্লাসের উপলক্ষ্য পায়নি। কয়েকদিন আগেই মাত্র ১৬ বছর বয়সে কোটি টাকায় আইপিএলে দল পাওয়া কমলিনি আজ রানের খাতাও খুলতে পারেননি। এ ছাড়া ১ রানে সানিকা সালকে-কে আউট করারই বাংলাদেশের জন্য সান্ত্বনাদায়ক ছিল। সেই স্বস্তি তৃতীয় জুটিতে কেড়ে নিয়েছেন গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদ। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ ও প্রসাদ ১৫ বলে ২২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা। আগামীকাল (শুক্রবার) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাইয়া আক্তারের দলকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

বগুড়ার শিবগঞ্জে জাপা নেতা সাহিনুর গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী

বগুড়ার কাহালুতে নারীর রগ কর্তনের ঘটনায় টাইগার মিলন গ্রেফতার