রংপুরের কাউনিয়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে জিহাদুল ইসলাম (২৭) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই যুবকের ১শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জিহাদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় তিনি শ্রমিক।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চেতারমোড় বাজেমজকুর এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক এই দন্ডদেশ দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুলক হাসান জানান, ওই যুবক এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১শ’ টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক বিক্রি এবং সেবন বন্ধে কাউনিয়ায় সেনাবাহিনীর অভিযান শুরু হবে।
মন্তব্য করুন